‘আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে: রুহুল এমপি’

মতলব উত্তরে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত

মতলব উত্তর (চাঁদপুর): ‘পুষ্টি মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের মাঠে প্রদর্শনী উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও মোঃ মাইনুদ্দিন চৌধুরীর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, জনগণের চাহিদা পূরণে আওয়ামী লীগ সরকার সবসময় সচেষ্ট। মানুষের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি পুষ্টি ও ভিটামিন চাহিদা পূরণে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা বিগত কোন সরকার করে নি। তাই আগামী দিনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

আলোচনা সভা শুরু হওয়ার আগে প্রাণীসম্পদ প্রদর্শনীর সবগুলো ষ্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মেলায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম