আবহাওয়া কিছুটা শীতল হওয়ায় বিক্রি বেড়েছে কাঠালের

চাঁদপুর : গত প্রায় ১১ দিন টানা বৃষ্টি হয়নি চাঁদপুরে। গরমে অনেকটা অতিষ্ঠ হয়ে পড়ে জনজীবন। এরপর আবার বিদ্যুতের লোডশেডিং। এরই মধ্যে মাঝে মাঝে আকাশে মেঘ জমলেও তা বৃষ্টিতে রূপান্তর হয়নি। অনেকেরই মনে আকাঙ্খা ছিল বৃষ্টি হউক।

সোমবার (১৮ জুলাই) দুপুরে বৃষ্টি হওয়ার পর শহরের বিভিন্ন অলিতে গলিতে ভ্যানগাড়ীতে বিক্রি করতে দেখাগেছে। অন্য দিনের তুলনায় আবহাওয়া শীতল হওয়ার কারণে কাঠালের ক্রেতা বেড়েছে।

এদিকে, এ বছর আবহাওয়া অনুকুলে থাকার কারণে অধিকাংশ মৌসুমী ফল ফলন হয়েছে ভাল। তরমুজ, আনারস ও আম বাজারে প্রচুর পরিমানে আমদানি ছিল। দামও ক্রেতাদের নাগালের মধ্যে ছিল।

চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার এর অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শোয়েব জানান, আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.০৫ ডিগ্রি সেলসিয়াস। ৩ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ৮৭ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। গত ৭ জুলাইয়ের পর চাঁদপুরে আজ দুপুর ১২.০৫ মিনিট হতে বিকাল ০৪.১০ মিনিট পর্যন্ত থেমে থেমে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম