আফজাল বেপারী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইমপাস স্পোর্টিং ক্লাব

চাঁদপুর: মরহুম আফজাল বেপারী স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টে বহরিয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পুরান বাজার টাইমপাস স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে  ৮টায় শহরের পুরানবাজার ২নং ওয়ার্ড ইউসুফ কোম্পানির মোড় এলাকায় বালুর মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল লতিফ গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর যুবলীগের আহবায়ক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক শেখ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ উজ্জল তালুকদার ও ব্যবসায়ী মোঃ নাজির খান। এছাড়াও বক্তব্য রাখেন, সমাজসেবক,বাচ্চু হাওলাদার, ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন হাওলাদার, যুবলীগ নেতা মোঃ ফারুক বেপারী, নজরুল ইসলাম হাওলাদার ও মোঃ মেহেদী হাসান টিপু।

স্থানীয় সমাজ সেবক মরহুম আফজাল বেপারীর স্মরণে স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করেন।

খেলা শেষে অতিথিবৃন্দ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনাল খেলা উপভোগ করতে উভয়দলের বিপুল সংখ্যক সমর্থক ও দর্শক মাঠে মাঠে উপস্থিত হন।

টুর্নামেন্টে অংশ গ্রহণকারী ১০টি দল হলো টাইমপাস স্পোর্টিং ক্লাব, লোহারপুল একাদশ, দেওয়ানবাড়ী একাদশ, বহরিয়া একাদশ, সওদাগর স্পোর্টিং ক্লাব,আইসিএম স্পোর্টিং ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, পালপাড়া একাদশ, আদর্শ স্পোর্টিং ক্লাব ও রাইডার ভয়েজ স্পোর্টিং ক্লাব।

ফম/এমএমএ/