আপন

—আর এ রোজী
কত বিচিত্র  সাধের পৃথিবী

কখন যে কে কার
আপন হয় বুঝা মুশকিল,
যাপিত জীবনে চলার পথে
কত মানুষের সাথে
পরিচয় ঘটে নানা ভাবে,
কখনো কখনো কেউ
দূরে থেকেও এত আপন হয়
ভাবনাকেও হার মানায় !
চাঁদপুর সদর, চাঁদপুর।

ফোকাস মোহনা.কম