আপনার বাড়িতে সন্তান নিরাপদ না থাকলে ইলিশও নিরাপদ নয়

চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

চাঁদপুর : ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ প্রতিপাদ্যে ইলিশের উৎপাদনের বৃদ্ধির লক্ষে ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে দেশের অন্যতম জাটকার অভয়াশ্রম এলাকা চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল চরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও নৌ র‌্যালি বের হয়। র‌্যালিতে স্থানীয় প্রশাসন, জনপ্রিতিনিধি, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করে।

আলোচনা সভা ও নৌ র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, আপনাদের বাড়িতে যদি আপনাদের সন্তানরা নিরাপদ না থাকে, তাহলে ইলিশের পোনা জাটকা তার বাড়িতে নিরাপদ নয়। কারণ আপনারা যত্রতত্র জাটকা মারছেন ও ধরছেন। যেই বাড়িতে তার সন্তান নিরাপদ নয়, তা কেমন বাড়ি। চলুন আমরা সত্য বলি ও শপথ করি আর জাটকা ধরবো না। আপনি যদি একটা অপরাধ করেন, তখন একটা অপরাধ ঢাকার জন্য আরো ১০ টি মিথ্যা কথা বলতে হয়। জাটকা ধরলে আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করবেন।

ডিসি বলেন, আমি ইউপি সদস্যদের বলবো, জেলেদের চাল কম দেয়ার বিষয়ে আর একটি অভিযোগ শুনলে আমরা আপনাদের পুলিশে দিবো। সব শেষ তিনি জাটকা সংরক্ষণ ও বিক্রিতে নিষেধাজ্ঞার আহ্বান জানান।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এম ফজলুল হক, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা এ সময় উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগ জানায়, জাটকা হচ্ছে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ। এক কেজি ওজনের ইলিশ কমপক্ষে ৪০-৫০ সেন্টিমিটার ও ২ কেজির অধিক হলে ৬০-৬২ সেন্টিমিটার হবে। সংরক্ষণ সপ্তাহ সফল হলে এসব জাটকা ইলিশে রূপান্তর করা হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম