চাঁদপুর: দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে চাঁদপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ বাবুলের পরিবারকে এবং শহীদ জাহাঙ্গীরের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রদত্ত ঈদ শুভেচ্ছা এবং ঈদ উপহার ও নগদ টাকা পৌঁছে দেয়া হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) চাঁদপুর জেলা যুবদলের নেতৃবৃন্দ আন্দোলনে নিহত যুবদলের ওই দুই নেতার বাড়িতে গিয়ে বিএনপির ঈদ উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহসভাপতি সরোয়ার গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু,পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজিসহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/