চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, আজ আন্দোলনের নামে বিএনপি সাধারণ মানুষের ওপর আঘাত করছে। এথেকে পুলিশ ও সাংবাদিকও বাদ যায়নি। আমাদের নেতা আছে, আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা শান্তিতে বিশ্বাস করি। অহিংসতাকে বিশ্বাস করি না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে সত্য, সুন্দর পরিবেশ নিশ্চিত করবো। আজকে শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাঙ্গালি জাতির ইতিহাসে আজ কলঙ্কজনক অধ্যায়। এদিনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের বেছে বেছে হত্যা করা হয়েছিলো। সেদিন আমাদের ইতিহাস ঐতিহ্যের প্রতি আঘাত হেনেছিলো। এই সকল ঘটনার মূলনায়ক ছিলো জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে নতুন প্রজন্মে সঠিক ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারছে।
সুজিত রায় নন্দী বলেন, আজ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোন অশুভ শক্তিই কিছু করতে পারবে না। ঐক্যবদ্ধ হয়ে সকল অশুভ শক্তিকে মোকাবেলা করতে হবে। আজকে যারা সহিংসতা করে তাদেরকে প্রতিহত করতে হবে। আজকে সারাদেশের জনগণ জেগে উঠেছে। শেখ হাসিনার সাথে দেশের সাধারণ মানুষ রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাবো।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সন্তোষ দাস, জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কালু, যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন বাবর, মৎসজীবী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক আহবায়ক জয়নাল আবেদীন, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ওহিদুর রহমান ওহিদ, মহিলা আওয়ামী লীগ সদস্য আমেনা বেগম, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি পায়েল ও যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো. নাছিম প্রমূখ।
আলোচনা সভা শেষে সকল বীর মুক্তিযোদ্ধা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।
ফম/এস.পলাশ/এমএমএ/