আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে জনগনকে সাথে নিয়ে প্রতিহত করা হবে

বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চাঁদপুর জেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চাঁদপুর: দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশব্যাপী বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টির প্রতিবাদে চাঁদপুর জেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) বিকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি  নাছির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আঃ রশিদ সর্দার, মনজুরুল আলম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়াজি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভুষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, সদস্য বদিউজ্জামান কিরন, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবর রহমান প্রমূখ।
সভাপতির বক্তব্যে নাছির উদ্দিন আহমেদ বলেন, বিএনপি-জামায়াত কখনও শান্তিতে বিশ্বাসী নয়। জ্বালাও পোড়াও তাদের নেশা ও পেশা। আপনারা শান্তিপূর্ণ কর্মসূচি করেন, কেউ বাঁধা দিবে না। তবে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে জনগনকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম