আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিনি  ক্রিকেট টুর্নামেন্ট

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিনি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪ দলের খেলোয়াড়রা।

চাঁদপুর: চাঁদপুরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী)  পালপাড়া যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছর দিনব্যাপি টুর্নামেন্টের খেলায় চারটি দল অংশ নেয়।

ফাইনাল খেলায় অংশ নেয় সিপি স্টার বনাম চাঁদপুর সুপার সিক্সারস। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিপি স্টার। তার নির্ধারিত ১০ ওভারে ৬৩ রান করে। ৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চাঁদপুর সুপার সিক্সারস ওভারের শেষ বলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। এছাড়া টিম বাংলাদেশ ও ওয়ান বাংলাদেশ দল খেলায় অংশ নেয়।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ইউনুস শোয়েব, বিশিষ্ট্য সমাজসেবক আজিজ খান, পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল-আমিন গাজী, চাঁদপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্নাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর সুপার সিক্সারস দলের খেলোয়াড়রা হলেনঃ ফয়সাল, মামুন, তারেক, সোহেব, সকাল, ফরহাদ, অন্তু, সাগর, সুমন কাকা, নকিব, সম্পদ, জিহাদ ও সোহেল ভাই।

সিপি স্টার দলের খেলোয়াড়রা হলেনঃ হাবিব, শুভ, সজিব, মুন্না, শাওন, নাজিম, ইবু, আমিন, অনিক, নাহিদ, শরিফ, রায়হান, আফতাব।

টিম বাংলাদেশের খেলোয়াড়রা হলেনঃ রাব্বি, সুজন, মিনহাজ, সুমন, মিজান, আল-আমিন, রাজু, হেলাল, রুবেল, মুন্না, ইমন, নোবেল ও রাতুল।

ওয়ান বাংলাদেশের খেলোয়াড়রা হলেনঃ রনি, শুভ, মাকসুদ, জুকি, সিয়াম, সিয়াম-২, রাকিব, সোহান, সাব্বির, নায়েব, রায়হান, জুম্মান ও মেহেদী।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম