চাঁদপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর – ৩ সদর ও হাইমচর আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ডঃ মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া তাঁর ঈগল মার্কায় ভোট চেয়ে আনুষ্ঠানিক ভোটের প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার বিকালে স্টেডিয়াম সড়ক এলাকা থেকে সদর আসনের নির্বাচনী গণসংযোগ শুরু করেন। এ সময় তার সাথে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক কর্মী সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে বাদ আসর চাঁদপুর শহরে ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় স্বতন্ত্র প্রার্থী ডঃ মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া বলেন, আমার বয়স ৭৫ বছর। আপনারা আমাকে অনেকেই চিনেন। দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতি ছিলাম এমপি ছিলাম ফরিদগঞ্জে। পাঁচবার দলীয় মনোনয়ন পেয়েছিলাম।কোন প্রার্থীর বিপক্ষে আমার কোন কথা নেই।বৃহত্তর আওয়ামী পরিবারের বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত ভাই-বোনদের পক্ষ থেকে নির্বাচনী যুদ্ধে নেমেছি। এই যুদ্ধে জয় লাভের বিকল্প নেই। আপনারা সমর্থন দিবেন কাজ করবেন। জনগণের আদালতে আত্মসমর্পণ করেছি,জনগণ সিদ্ধান্ত নেবে কাকে তারা তাদের নেতা নির্বাচিত করবে।
এ সময় আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, সদস্য এডভোকেট বদিউজ্জামান কিরণ, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এসএম জয়নাল আবেদীনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক বৃন্দ। এছাড়াও হাইমচর উপজেলার অনেক নেতাকর্মীও ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
ফম/এমএমএ/