আধুনিক শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছেন : বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

মতলব উত্তরের সাদুল্লাপুর মঈনিয়া আদর্শ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর মঈনিয়া আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

সাদুল্লাপুর মঈনিয়া আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এবিএম নাছির উদ্দিন সরকারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এ.এম মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, নিরাপদ সড়ক চাই মতলব উত্তর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনূর রশিদ, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ¯^পন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আঃ করিম মোল্লা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আধুনিক শিক্ষা বিস্তারে বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছেন। যা বিগত কোন সরকার করে নি। বর্তমানে প্রতিটি স্কুলে আধুনিক ভবন দিয়েছেন, শিক্ষা সামগ্রী দিয়েছেন। এবং উচ্চ শিক্ষিত শিক্ষক নিয়োগ দিয়েছেন। তাই শিক্ষার হার বিগত দিন থেকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আইসিটি শিক্ষার গুরুত্ব বেশি। তাই বর্তমান সরকার আইসিটি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আধুনিক শিক্ষা বিস্তারে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় মতলব উত্তর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেও আধুনিকায়ন করা হচ্ছে।

এমএ কুদ্দুস আরও বলেন, একজন সন্তানকে শিক্ষিত করে তুলতে একজন মায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সন্তানের পিতা রোজগারের উদ্দেশ্যে বাইরে থাকেন, কিন্তু মাতা ঘরে থেকে সন্তানকে শিক্ষিত হয়ে উঠতে সহায়তা করে থাকেন। তাই আমি মায়েদের ধন্যবাদ জানাই। মায়েদের ভূমিকায় জাতি শিক্ষিত হচ্ছে। শিক্ষকদের পাশাপাশি মায়েদের ভূমিকা খুবই কার্যকর। বিশেষ করে লেখাপড়া করার পাশাপাশি মেধা ও শারীরিক বিকাশে শিশুদের খেলাধুলার বিকল্প নেই। তাই এধরণের একটি বিশেষ আয়োজন করায় আমি সাদুল্লাপুর মঈনিয়া আদর্শ বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ করে প্রতিষ্ঠাতা এবিএম নাছির উদ্দিন সরকারকে ধন্যবাদ জানাই। অত্র প্রতিষ্ঠানটি উন্নয়নে আমি বর্তমান সরকারের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা করলাম। এই অনুদান দিয়ে আপনারা বিদ্যালয়টি উন্নয়ন করবেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। এরমধ্যে ছিল, পবিত্র কোরআন তেলোয়াত প্রতিযোগিতা, হামদনাত প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, গান প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ, নৃত্য প্রতিযোগিতা ইত্যাদি। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন মোরশেদ বকাউল। আরো উপস্থিত ছিলেন, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ মাইনুদ্দিন সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল হাসান, সাদুল্লাপুর মঈনিয়া আদর্শ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রুমি আক্তার, সহকারি শিক্ষক শাহ আলম, মোঃ সাইফুল ইসলাম, নাজমা আক্তার, আশা মনি, ইমা আক্তার, সীমা আক্তার, খাদিজা আক্তার প্রমুখ।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম