
কবি-মোঃ সালাহ্উদ্দিন হাজরা
বাক্যের পিরামিড ভাবের মমি যান,
যুগ থেকে যুগান্তরের পথে ধাবমান।
ভাবের ঝুড়ি পৌঁছাবে আগন্তুকের কাছে,
কালের সাঁকো লেখায় ভাব মিশে আছে।
চোখে দেখা পৃথিবী এক গোলকধাঁধা,
অদ্ভুত কেমিস্ট্রি প্রাণ সময়ের সাথে বাঁধা।
কালের গায়ে লেপটে থাকবে চিন্তাচেতনা,
তরঙ্গের ফিতা থেকে সব যাবে শোনা।
অতীত আজ কথা বলে উপকরণে,
অজানা তথ্য গাঁথা ফসিলে রণে সনে।
ছেঁকে তোলার ছাঁকনি মস্তিষ্ক ছাঁকবে,
পুরোনোকে স্বযত্নে মমি করে রাখবে।
শক্ত মাটি গিলে খাবে বর্জ্য দেহটাকে,
চিন্তাচেতনা পড়ে থাকবে কালের বাঁকে।
হাওয়ায় মিশে আছে কত চিন্তার খনি,
বিদ্বানরা শুনে তার ধ্বনিপ্রতিধ্বনি।
আদি ধ্বনির মধ্যে লুকিয়ে আছে রহস্য,
প্রাণ ভাষা সভ্যতা মায়ামমতা হর্ষ।
ধ্বনিপ্রতিধ্বনি বাজছে পৃথিবী ঢোল,
শুদ্ধ পরিশুদ্ধ হয়ে হয়েছে বোল।
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু)’ গ্ৰুপ
চাঁদপুর সদর, চাঁদপুর
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০