আদালতের রায়ে কচুয়ায় উচ্ছেদের অভিযান

কচুয়া (চাঁপদুর): চাঁদপুরের বিজ্ঞ আদালতের রায়ে প্রায় ১৮ বছর পর ১০ একর ৪৩ শতাংশ সম্পত্তি ফিরে পেলো ভূক্তভোগী কচুয়া উপজেলার সহদেবপুর গ্রামের ফাতেমা বেগম এর পরিবার।

সোমবার চাঁদপুরের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালত অরুন পাল এর নিদের্শনা ওই গ্রামের মাষ্টার বাড়িতে অবৈধ দখলীয় সম্পত্তি উচ্ছেদ করে ভূমির মালিককে বুঝিয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত থেকে সার্বিক আইনী সহায়তা প্রদান করেন কচুয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন।

বাদী পক্ষ মেহেদী হাসান ইমন জানান, চাঁদপুরের বিজ্ঞ আদালতে ২০০৪ সালে একটি মামলা দায়ের করা হয়। এ মামলা দীর্ঘ শুনানি পর্যালোচনা শেষে ১৩.৬.২০২১ সালে রায় প্রদান করেন, বিজ্ঞ বিচারক অরুন পাল। আদেশের অনুকুলে ৪/২০২২ এই উচ্ছেদের মামলা রুজু হলে ৩১.১০.২০২২ তারিখে নালিশী সম্পত্তি থেকে অবৈধ দখলদারদেরকে বিজ্ঞ আদালত উচ্ছেদ করার নির্দেশ প্রদান করেন।

বিবাদী পক্ষ মো. হুমায়ুন কবির ও মামুন জানান, কোনো লিগ্যাল নোটিশ ছাড়াই আমাদের বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। ফলে আমরা খোলা আকাশের নিচে বসবাস করছি। তিনি আরো জানান, উচ্ছেদের পর আমাদের জায়গা সঠিক ভাবে বুঝে না পেলে পরবর্তীতে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

জেলা জজ আদালতের নায়েব নাজির গাফফার খান নাদিম বলেন, ২০০৪ মোকদ্দমায় রায়ের অনুকূলে দেওয়ানি ডিক্রিধারী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন,প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম