চাঁদপুর: পদ্মা-মেঘনায় জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত খাদ্য সহায়তা বিতরণকালে সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক চাল আত্মসাতের ঘটনায় বিতরণ বন্ধ হয়ে যায়। চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীর উপস্থিতিতে এই ঘটনা ঘটে। সে ঘটনায় সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি চলমান।
ওই মামলার আলোকে এবং আদালতের আদেশে বৃহস্পতিবার (১৪ জুলাই) কল্যাণপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
আদালতের আদেশে চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত আছেন অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউনিয়নের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ, চাঁদপুর সদর থানার পুলিশ ফোর্স ও অন্যান্য।
উল্লেখ্য, কল্যাণপুর ইউনিয়ন এর জেলেদের ভিজিএফ এর ৮২ বস্তা চাল আত্মসাৎ এর অভিযোগে ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে আদালতে মামলা চলমান।
ফম/এমএমএ/