আট হাজার ইয়াবা নিয়ে সৌদি যাচ্ছিলেন শিকদার

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট হাজার পিস ইয়াবাসহ সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই যাত্রীকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটির (এভসেক) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহরিয়ার আলম।

জানা যায়, এমিরেটসের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে সৌদি আরবের জেদ্দা যাওয়ার সময় বিমানবন্দরে স্ক্যানিংয়ে মো. ওহিদুল শিকদার নামের যাত্রীর কাছে ইয়াবা ধরা পড়ে। এরপর বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা গুনে দেখেন প্রায় আট হাজার পিস ইয়াবা রয়েছে তার সঙ্গে।

ফম/এমএমএ/

নিউজ ডেস্ক | ফোকাস মোহনা.কম