আজ ৩১শে অক্টোবর কবি এস ডি সুব্রত এর-শুভ জন্মদিন

কবি এসডি সুব্রত। ছবি: সংগ্রহীত।
আজ ৩১ শে অক্টোবর কবি ও প্রাবন্ধিক এস ডি সুব্রত ‘র জন্মদিন । কবি বেড়ে উঠেছেন সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সরসপুর গ্রামে। শিক্ষা জীবনের বেশিরভাগ সময় কেটেছে চাঁদপুর ।
ইলিশখ্যাত রুপসী চাঁদপুর এর কবি ও লেখকদের সংস্পর্শে সাহিত্যের যাত্রা । ২০০০ সালে চাঁদপুর এর স্থানীয় পত্রিকা দৈনিক  চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে পত্রিকায় লেখালেখি শুরু । চাঁদপুর এর স্থানীয় দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনসমুহে নিয়মিত লেখালেখি করছেন সেসময় ।
বর্তমানে সুনামগঞ্জ , সিলেটের স্থানীয় পত্রিকা, জাতীয় দৈনিক পত্রিকা , বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক দৈনিক এবং দেশের বাইরে ভারতসহ বিভিন্ন দেশের পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। এছাড়াও তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম এর নিয়মিত লেখক। এস ডি সুব্রতর লেখালেখির প্রধান বিষয় কবিতা ।
এছাড়া ইংরেজি কবিতা  গল্প, উপন্যাস, প্রবন্ধ ও গান লিখেন। তার প্রকাশিত গ্রন্থ: ১. ফেলছ কি চোখের জল (কাব্যগ্রন্থ- বইমেলা ২০১৬, মুক্তদেশ প্রকাশনী); ২. কেন মেঘ জমে (কাব্যগ্রন্থ-বইমেলা ২০১৯, উড়াল প্রকাশ); ৩. শিরোনামহীন (কাব্যগ্রন্থ-বইমেলা ২০২০, উড়াল প্রকাশ,); ৪. অবশেষে কথা রাখোনি (উপন্যাস-বইমেলা ২০২০, চৈতন্য প্রকাশ); ৫. Nomadic Life (poem- Book Fair 2020, উড়াল প্রকাশ); ৬. বৃষ্টির নূপুর (কাব্যগ্রন্থ-বইমেলা ২০২১, উড়াল প্রকাশ); ৭. অজান্তিকা (ছোট গল্প- বইমেলা ২০২১, উড়াল প্রকাশ); ৮. বাংলা ভাষা ও সাহিত্য (প্রবন্ধ-বইমেলা ২০২১, চৈতন্য প্রকাশ)। পুস্তিকা: ১. হাওরবাসীর কান্না (২০১৭)। যৌথ কাব্যগ্রন্থ: ১. ভাটিকন্যা (২০১৯, উড়াল প্রকাশ)। কবি এস ডি সুব্রত’ সম্পাদনায় প্রকাশিত হচ্ছে ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন ” দাড়াইন” । ফোকাস মোহনা পরিবারের পক্ষ থেকে কবি এস ডি সুব্রত’র জন্মদিনে অগণিত ফুলেল শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর।
ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম