চাঁদপুর: ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও স্থানীয়, জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (১৩ অক্টোবর)।
চাঁদপুর প্রেসক্লাব ভবনে বর্ণাঢ্য আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান ও পুলিশ সুপার (এসপি) মোঃ সাইফুল ইসলাম।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রশাসনিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ।
সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ সাংবাদিক সমাবেশে চাঁদপুর প্রেসক্লাবের সদস্য এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আমন্ত্রিত সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান সুমন।
ফম/এমএমএ/