
চাঁদপুর: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে চট্টগ্রামে শুরু হচ্ছে শেখ কামাল অনুর্ধ্ব ১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪। টুর্নামেন্টের ব্যবস্থাপনায় রয়েছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মঙ্গলবার (১৪ নভেম্বর) কুমিল্লা জেলা দলের সাথে খেলবে চাঁদপুর অনুর্ধ্ব ১৮ জেলা ক্রিকেট দল।
টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা দল অংশ নিয়েছে ৩ গ্রুপে। দলগুলো হচ্ছে : গ্রুপ এ চাঁদপুর, কক্সবাজার ও কুমিল্লা। বি গ্রুপে চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও লক্ষ্মীপুর। সি গ্রুপে ফেনী, নোয়াখালী, ব্রাক্ষনবাড়িয়া ও রাঙ্গামাটি জেলা ক্রিকেট দল। খেলাগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহিলা কমপেল্ক্র ও কুমিল্লা জেলা স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কুমিল্লা জেলা স্টেডিয়ামে।
টুর্নামেন্টের ফিকচার অনুযায়ী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সাথে আলাপকালে জানা যায়, চাঁদপুর জেলা দলের প্রথম রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে। চাঁদপুর একই ভেন্যুতে ১৬ নভেম্বর কক্সবাজার , ১৮ নভেম্বর কুমিল্লা ও ২০ নভেম্বর কক্সবাজারের সাথে খেলবে।
চাঁদপুর জেলা দল নিয়ে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ মোতালেবের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, গত বছর ও আমাদের এই দলটি ভালো রেজাল্ট করেছে। আমরা সকলে মিলেই দলের কোচ ও ম্যানেজারসহ দলের খেলোয়াড়ের তালিকা তৈরি করে দিয়েছি। ইনশাল্লাহ আমাদের দল ভালো করবে বলে আমরা প্রত্যাশা করি। অনান্য বছরের তুলনায় এ বছরের জেলা দলটি অনেক সুন্দরভাবে গঠন করা হয়েছে।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন: রাফিদ হাসান রুদ্র, সালাউদ্দিন, তানভীর হাসান, শাহিদ আফ্রিদী, জিহাদ গাজী, তানজিল আখন্দ, মোঃ ইনজামামুল হক, মুসফিক হাসান অয়ন, আল আমিন বেপারী, আব্দুল্লা আল সিফাত, হোসাইন গাজী, রবিউল ইসলাম জিসান, সাকিব, রাকিবুল হাসান ও আবু বকর। স্ট্রান্ডবাই খেলোয়াড়রা হলোঃ- রিয়াজউদ্দিন, ফারদিন ও রাসেল। দলের টিম ম্যানেজার সাবেক ক্রিকেটার জুলফিকার আলী ভুট্রো। কোচ পলাশ কুমার সোম ও দলের সহকারী কোচ ও ক্রিকেটার ফজলে রাব্বি।
ফম/এমএমএ/চৌইই/