মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর মোড়ে গত ১৪ জুন দিনগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নুর উদ্দিনের ফার্নিচার দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকান পুড়ে সব স্বপ্ন পুড়ে যায় নুর উদ্দিনের।
এরপর থেকে নুর উদ্দিন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন। অর্থের অভাবে তার পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান আর গড়ে তোলতে পারেন নি। এমন অবস্থায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নুর উদ্দিনের পাশে এসে দাঁড়ালেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য, আহসান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান সিআইপি। গত ১৭ সেপ্টেম্বর তিনি নিজে সাদুল্লাপুর মোড়ে এসে ক্ষতিগ্রস্থ দোকানটি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুর উদ্দিনের হাতে ব্যক্তিগত পক্ষ থেকে এক লাখ টাকা তুলে দেন।
এসময় এম ইসফাক আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার নেত্রী। তিনি আমাদের দেশবাসীকে সারাক্ষণ সেবা করে যাচ্ছেন। দেশের উন্নয়নে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। দেশের অসহায় মানুষের জন্য সবধরে ভাতা ও সুবিধা প্রদান করছেন। প্রধানমন্ত্রীর পাশপাশি আমাদেরকেও কাজ করতে হবে দেশের মানুষের জন্য। তাহলেই আমাদের সমাজ দিন দিন উন্নতির দিকে ধাবিত হবে। আমরা যারাই রাজনীতি করি তারা কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না। তাই সকলেই সকলের সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিৎ। জনসেবা করতে হলে রাজনীতিটা মূখ্য বিষয় না। ইচ্ছা থাকলে রাজনীতি ছাড়াও দেশের সেবা করা যায়।
তিনি আরো বলেন, আজকে যে নুর উদ্দিন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হলেন, কালকে আবার যে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা আমরা কামনা করি না। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমি নিজেও একজন ব্যবসায়ী। তাই তার খবরটি শুনে আমি খুবই আবেগ্লাপুত হয়েছি। তাই আমি আমার সাধ্যমত তাকে সহায়তার হাত বাড়িয়ে দিলাম।
সহায়তা পেয়ে ব্যবসায়ী নুর উদ্দিন বলেন, আজকে আমাকে যিনি উপকার করলেন, কিছু বলার মত ভাষা নেই আমার। আমি শুধু একটা কথাই বলব, আমি এই উপকারের কথা ভুলব না। আর মহান আল্লাহ তাকে ভালো রাখুক এবং আরো উ”ু স্থানে নিয়ে যাক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালি, সাবেক ছাত্রলীগ নেতা মিরাজ খালিদ, কলাকান্দা ইউপি যুবলীগের আহ্বায়ক এমএম মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, জহিরাবাদ ইউনিযন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সোহেল, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি লিটন সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির মুন্না, জেলা ছাত্রলীগের সদস্য মোঃ সাইফুল ইসলাম সরকার, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মতলব উত্তরের সাদুল্লাপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী নুর উদ্দিনকে ১ লাখ টাকা সহায়তা প্রদান করেন আওয়ামী লীগ নেতা এম ইসফাক আহসান।
ফম/এমএমএ/আরাফাত/