চাঁদপুর: আগামী ১৭ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি নির্বাচন চাঁদপুর জেলা শাখার। চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আহসান হাবিব। নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করতে হবে সমিতির রেজিস্টারিং অথরিটি কমিটির চেয়ারম্যান ও রিটানিং অফিসার অ্যাডঃ মোঃ আল আমিন হোসেন উজ্জলের নিকটে।
চাঁদপুর জেলা আইনজীবী সূত্রে জানা যায়, এই নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ সহিদ উল্যা কায়ছার , জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ হালিম পাটওয়ারী , সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন ও যুগ্ম সাধারন অ্যাডঃ মোঃ আলম খান মঞ্জু দায়িত্ব পালন করবেন। রিটানিং অফিসারের দায়িত্বে রয়েছেন সমিতির রেজিষ্ট্রারিং অথরিটি কমিটির চেয়ারম্যান অ্যাডঃ আল আমিন হোসেন উজ্জল। তার সাথে থাকবেন অ্যাডঃ রেজাউর রহমান শাওন, অ্যাডঃ মোঃ শাখওয়াত হোসেন শেখ (সুমন), অ্যাডঃ মোঃ সাফায়েত হোসেন তালুকদার ও অ্যাডঃ শাহাদাত সরকার শাওন।
নির্বাচন কমিশনে দায়িত্বরত রিটানিং অফিসার অ্যাডঃ মোঃ আল আমিন হোসেন উজ্জল এ প্রতিবেদককে জানান, নির্বাচনের দিন ১৭ নভেম্বও বুধবার বেলা ১১ টা হইতে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ ২ নভেম্বও সকাল ৯টায়, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ/ আপত্তি দাখিল/আপত্তি শুনান হবে ৪ নভেম্বও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল ৮ নভেম্বও সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ( জেলা আইনজীবী সমিতির ৩য় তলায় রেজিষ্টারিং অথরিটি কার্যালয় )। মনোনয়ন বাছাই ৮ নভেম্বও বিকেল ৪টা হতে সাড়ে ৪ টা পর্যন্ত। আপত্তি দাখিল ১০ নভেম্বও বুধবার ২টা থেকে ৪টা ও আপত্তি শুনানী বিকেল ৩ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহর একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত।
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২০২১ এর নির্বাচন সংক্রান্ত আচরন বিধির মধ্যে রয়েছে ১১ নভেম্বও থেকে ১৬ নভেম্বও পর্যন্ত নির্বাচনী প্রচারনা করিতে পারিবেন অংশ নেয়া প্রাথীরা। নতুন নির্বাচিত কমিটির মেয়াদ হবে এক (১) বছরের জন্য। নির্বাচন প্রচারনাকেিল কোন গনসমাবেশ ও গনজমায়েত করা যাবে না। মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাসের কারনে ভোটের দিন অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রেখে ভোট দিতে হবে।
ফম/এমএমএ/