আগামী দিনে বাংলাদেশ হবে শান্তির ধর্ম ইসলামী বাংলাদেশ

---- অ্যাডভোকেট শাহজাহান খান

চাঁদপুর: ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ ) বাদ আছর চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজ হলরুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা গোলাম মাওলার সভাপতিত্বে, ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান।

তিনি বক্তব্যে বলেন ঐতিহাসিক বদর যুদ্ধের সূচনার পর অত্যাচারীরা শোচনীয়ভাবে মুসলমানদের কাছে পরাজয় বরণ করেন। বদর যুদ্ধের মূল চেতনা হয়েছিল ইসলামের পক্ষে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে ঈমানী দৃঢ় শক্তি নিয়ে ইসলামের বিপক্ষে শত্রুদের ওপর প্রতিশোধ নেওয়া। পবিত্র মাহে রমজানের ১৭ তারিখে এই বদর যুদ্ধে মুসলমানরা ঐতিহাসিকভাবে বিজয় অর্জন করেন।

আজকের এই দিনেও বাংলাদেশ সহ তথা বিশ্বে যদি শান্তি ফিরে আনতে হয় তাহলে সকল মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে কালেমার পতাকা তলে আসতে হবে। কারণ ইসলাম ছাড়া বিকল্প কোন ধর্ম পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে পারবেনা।

আগামী দিনে বাংলাদেশ হবে শান্তির ধর্ম ইসলামী বাংলাদেশ। তিনি আরো বলেন, বদর যুদ্ধের চেতনা মনে ধারণ, লালন করে, দেশের সকল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আপসহীনভাবে রুখে দাঁড়াতে হবে।

বাংলাদেশ জামায়াত ইসলামী শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে যেভাবে কাজ করে যাচ্ছে ,সে কাজের সাথে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে মাঠে, ময়দানে, পারা মহল্লায়, সকলের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে।

ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোঃসাইফুল ইসলাম সবুজ, অধ্যক্ষ মাওলানা সোহেল আহমেদ চিশতী, প্রভাষক মোঃ মোস্তফা কামাল, অ্যাডভোকেট শেখ মোঃ আবুল খায়ের সালেহ, শহর শিবিরের সাহিত্য সম্পাদক রাশেদুল ইসলাম, ১১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ ওমর ফারুক প্রমূখ।

ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম