মতলব উত্তর (চাঁদপুর): সম্প্রতি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন অঞ্চলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ঢেউটিন ও চেক করেন প্রধান অতিথি হিসেবে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবারের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে সরকারি সহায়তা ২ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।
ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান। পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, কৃষকলীগ নেতা মোখলেছুর রহমান, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই মানুষের পাশে থাকে। যেকোন দুর্যোগে যেকোন দুর্ঘটনায় সরকার সহায়তা করে থাকেন। যারা সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আজকে সরকার ঢেউটিন ও অর্থ দিলেন। এমন ভাবে গরীব দুঃখী মানুষের পাশে বিগত দিন কোন সরকার থাকে নি। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে। তাই আগামী দিনেও আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।
ফম/এমএমএ/