মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া হাই স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) বিকেলে কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
আলোচনা সভা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লুধুয়া হাই স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এসব শিক্ষার্থীদের খুব যত্নসহকারে পড়ালেখা করাতে হবে। তারা যেন সবসময় লেখাপড়ার মধ্যে থাকে। কোন ভাবেই যেন শিক্ষার্থীরা পথভ্রষ্ট না হয়। সেজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে এবং শিক্ষার্থীদের সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। তাহলেই এসব শিক্ষার্থীদের মাধ্যমে আমরা একটি শিক্ষিত সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। আর সে কাজের সুফল আমরা এবং দেশবাসী পাচ্ছি। আমরা পুরো জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আর এই কাজটি শুধু একা সরকারের পক্ষে সম্ভব নয়, এরজন্য অভিভাবক ও সমাজকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, সহকারী কমিশনার ভুমি মোঃ হেদায়েত উল্লাহ, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ ইয়াছির আরাফাত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, লুধুয়া হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, শিক্ষক শিক্ষিকাগণ ও অভিভাবকবৃন্দ।
ফম/এমএমএ/