চাঁদপুর: চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ পুরাণ আদালত পাড়া নিবাসী পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, পুরাণ আদালত পাড়া জামে মসজিদ ও মা’ আরিফুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সহ-সভাপতি, সমাজসেবক ও সাবেক ব্যাবসায়ী আঃ রহমান পাটওয়ারী ( মোস্তফা ) কিডনি সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শ্যামলী সিকেডি ইউরোলজী হাসপাতালে ভর্তি করা হয় গত ২ মার্চ মঙ্গলবার।
এর আগে জ্বর ও ডায়রিয়াজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে ২৮ ফেব্রুয়ারী রবিবার দুপুরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের তত্বাবধানে খেকে চিকিৎসা দেওয়া হয়।
শারীরিক অবনতি ঘটলে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডাঃ মুনতাকিম হায়দার চৌধুরী পরামর্শে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী পরবর্তী ঢাকায় জতীয় হ্রদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন রোগীর পরিবারদের , এ দিকে রোগীর পেশার, হার্ট, ডায়বেটিস জনিত কারণে কিডনি সমস্যা অতিরিক্ত হওয়ায় ১ মার্চ বুধবার রাত ২ টায় ঢাকায় জতীয় হ্রদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে আবারো রক্ত পরীক্ষা দিলে কিডনি সমস্যার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
রোগীর শারীরিক অবনতি দেখলে বুধবার দুপুরে শ্যামলী সি কে ডি এন্ড ইউরোলজী হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। কিডনির কার্যক্ষমতা দ্রুত গতিতে বাড়তে এই তিনবার ডায়াসিস করানো হয়েছে। শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হচ্ছে। আজও ডায়াসিস করা হবে। পরিবারের পক্ষ থেকে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী সকলের কাছে বড়ো ভাইয়ের সুস্হতার জন্য দোয়া চেয়েছেন।
ফম/এমএমএ/