আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির ষড়যন্ত্র মোকাবিলা করবে: মায়া চৌধুরী

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিএনপি জাতিকে নসিহতের নামে ষড়যন্ত্র করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি অশুভ লক্ষণ। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র মোকাবিলা করবে।

সোমাবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুরের মতলব উত্তরে যুব ও মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বিধায় দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিযয়ে চলছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ আমেরিকা ও রাশিয়ার সমপক্ষ হবে। বিএনপি জামায়াত যত ষড়যন্ত্র করুক না কেন দেশ এগিয়ে যাচ্ছে। দেশের ক্ষমতা শেখ হাসিনার হাতে থাকলে পথ হারাবেনা বাংলাদেশ। শেখ হাসিনা কেবল প্রধানমন্ত্রীই নন তিনি বিশ্বের রাজনীতিতে এক মাইলফলক।

মায়া চৌধুরী বলেন, শেখ হাসিনা আপোষ জানে না। অসংখ্যবার হত্যাচেষ্টা করা হলেও দীপ্ত পদভারে তিনি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপির রাজনীতি বিভ্রান্তি, অপ্রচার আর গুজব রটানোর রাজনীতি। শেখ হাসিনাার হাত শক্তিশালী করবেন এবং চলমান উন্নয়নের ধারা অভ্যহত রাখবেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে নেক হায়াত দান করেন। তিনি দীর্ঘদিন বেঁচে থাকলে দেশে ব্যাপক উন্নয়ন হবে ও বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নগুলো পূরন হবে।

তিনি মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা স্বপরিবারে আওয়ামী লীগ করি। আমার পরিবার সুখে দুঃখে জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে আছে। আপনাদের ভালোবাসার ঋণ আমাদের পরিবার কখনো ভুলবে না। আজকের সমাবেশে হাজার হাজার মহিলাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা আমাকে, আমার পরিবারকে এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কত ভালোবাসেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খানের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রিনা, উপদেষ্টা সুবর্ণা চৌধুরী বীনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তÍুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম-আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, যুব মহিলা লীগের সভাপতি রেনু বেগম, সাধারণ সম্পাদক আকলিমা বেগম প্রমূখ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী আঃ রব ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, এডভোকেট জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহী প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম