চাঁদপুর: মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে চান্দ্রা বাজার নূরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী।
তিনি বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তান আমাদের প্রতি বৈষম্য করেছে। কিন্তু স্বাধীনাত অর্জনের পর আমরা সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। সর্বশেষ বিগত ১৫ বছর আওয়ামী সরকার আমাদের সকল স্বাধীনতা কেড়ে নিয়েছে। কিন্তু এই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারেনি। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরচারি সরকারের পতন হয়েছে।
তিনি বলেন, এই জাতির কাছে সব সময় বিরোধী পক্ষ ভুল কথা প্রচার করেছে। তারা বলেছে জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরোধীতা করেছে। এটি সঠিক নয়। জামায়াতে ইসলামী চেয়েছে ভারতের সহযোগিতায় আমরা স্বাধীন হব না। কারণ তারা আমাদেরকে তাদের গোলাম হিসেবে বানিয়ে রাখবে। এখন সেই প্রমাণ মিলেছে। এই কারণে কাদের ছিদ্দিকী বলেছে জামায়াতে ইসলামী যে বিষয় ৫০বছর আগে বুঝে, আমরা তা ৫০ বছর পরে বুঝি। আমরা স্বাধীনতা চাই, কিন্তু স্বাধীনতার সুফল অন্যের হাতে তুলে দিতে চাই না। হাসিনা সরকারের সার্বিক কাজে প্রমাণ হয়েছে আমরা তাদের (ভারতের) নিয়ন্ত্রিত এক অঙ্গ রাজ্য ছিলাম। কারণ আমাদের দেশের বই ছাপা হয়েছে ভারতে।
ইউনিয়ন জামায়াতের আমির ডাঃ সাইফুল ইসলাম ইকবাল খান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মো. মনিরুল ইসলাম কাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেরা জামায়াতের সেক্রেটারী জুবায়ের হোসেন, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল কাইয়ুম ও মোঃ জিয়াউল হক মিলন পাটোয়ারী।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ ও ২০২৪ সালের সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
ফম/এমএমএ/