মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে জমে উঠেছে শেষ মুহুর্তের প্রচারণা। প্রার্থীদের পাশপাশি নেতাকর্মী ও সমর্থকরাও ভোট চাইছেন। মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোঃ আরিফ উল্লাহর পক্ষে প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান সিআইপি।
শুক্রবার (১৪ জুলাই) দুপুর থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত পায়ে হেঁটে ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট ভিক্ষা চান তিনি। পৌরসভার বহুমুখী বাজার, কলাকান্দা, সুগন্ধি, ছেংগারচর বাজার, ঠাকুরচর, সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গনসংযোগ ও কুশল বিনিময় করেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের ক্রীডা বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন ছৈয়াল, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেলসহ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।
এসময় এম ইসফাক আহসান বলেন, আওয়ামী লীগ সরকার বিগত সাড়ে ১৪ বছরে অনেক উন্নয়ন করেছে। তাই আ’লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী আরিফ উল্লাহকে ভোট দিয়ে নির্বাচিত করুন, দেখবেন ছেংগারচরে উন্নয়নের জোয়ার হবে। নৌকার প্রার্থী আরিফ উল্লাহ সরকার একজন সৎ ও সাদা মনের মানুষ এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান। সে তৃণমুল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করছে। সুতরাং সে মেয়র নির্বাচিত হলে পৌরসভার উন্নয়ন করতে তার জন্য সহজ হবে। তাই উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিবেন।
তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের মাঝে উঁচু স্থানে নিয়ে পৌছেছেন। তাই এই উন্নয়ন দেশের একটি কুচক্রি মহল সহ্য করতে না পেরে ষড়যন্ত্র করছে। আপনারা কেউ ষড়যন্তে কান দিবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এবং স্মার্ট বাংলাদেশ হিসেবে রুপ পাবে।
ফম/এমএমএ/