চাঁদপুর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত পুরানবাজার ভাই স্পোটিং ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ খান ডেঙ্গুর নিজ অর্থায়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী (লুঙ্গি) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় পুরানবাজার রয়েজরোডস্থ ডেঙ্গু খানের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে লুঙ্গি বিতরণের আয়োজন করা হয়।
এ সময় প্রায় সাড়ে তিন শতাধিক মানুষের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান বাদল, গভর্নিং বর্ডির মহাসচিব জাকারিয়া ভূঁইয়া বতু, কর্মকর্তা পারভেজ মামুন ও বিশিষ্ট ব্যবসায়ী বাদশা ব্যাপারী প্রমুখ।
এ বিষয়ে আব্দুল মজিদ খান ডেঙ্গু জানান, প্রতিবছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে এবছর সাড়ে তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব।
ফম/এমএমএ/শেআমা/