আওয়ামী লীগ নেতা জিকেএম আলমগীর আর নেই

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকশনা সম্পাদক,কড়ইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিকেএম আলমগীর (৭৫) ১৮ জুলাই মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন ( ইন্না..লিল্লাহি…রাজিউন)।

তিনি স্ত্রী,৪ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। বুধবার সকালে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা,বাদ জোহর ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানজা অনুষ্ঠিত হয়।

জানজা শেষে ডুমুরিয়া মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদ, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো.গোলাম হোসেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন সোহেল ভুঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারসম্যান আব্দুস সালাম সওদাগরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম