আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা পাবো স্মার্ট দেশ : এমএ কুদ্দুস

মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও মাসিক আইন শৃঙ্খলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি এবং মাসিক সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোঃ আলী, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক মোঃ ছানোয়ার, জনস্বাস্থ্য কর্মকর্তা সজিব চন্দ্র দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, সমবায় কর্মকর্তা মোঃ ফারুক আলম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, ইউপি সদস্য গোলাম নবী খোকন সহ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, জনগণের ভোটে আমরা জনপ্রতিনিধি হয়েছি। জনগণের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকেই সর্বদা জনসেবায় নিযুক্ত থাকতে হবে। এবং সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়নে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেয়েছি ডিজিটাল বাংলাদেশ। আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা পাবো স্মার্ট দেশ। তাই আগামী নির্বাচন কেন্দ্র করে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম