চাঁদপুর : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। এই দলের হাত ধরেই দেশের স্বাধীনতা, ভাষার অধিকার, গণতন্ত্র সহ বড় বড় অর্জন আমরা পেয়েছি। যেই দলের নেতৃত্বে আমরা সব পেয়েছি। যে দলের কারণে আমরা উন্নয়ন এবং বিশ্ব দরবারে মর্যাদার আসন পেয়েছি। সেই দলের প্রার্থী হিসাবে আমি যেই সম্মান এবং সুযোগ পেয়েছি, সে কারণে মহান স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করছি।
সোমবার (১৮ ডিসেম্বর ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদেরকে প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমাকে এই চতুর্থবারের মতো নৌকা প্রতীক দিয়ে মনোনীত করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সারাদেশের দলের অসংখ্য নেতা কর্মী এবং আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দীপু মনি বলেন, নির্বাচনী এলাকার জনগণ আস্থা ও বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়ে বার বার তাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন যে কারণে আমি চতুর্থবারও নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছি। যে নৌকা স্বাধীনতা, বঙ্গবন্ধু ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর।
জয় সম্পর্কে তিনি বলেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি জনগণ নৌকার উপর আস্থা রেখে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে এবং এই আসনে গত ১৫ বছরে যেই উন্নয়ন পেয়েছে তার ওপরে আস্থা রেখেই তারা নৌকাকে বিজয়ী করবে।
এ সময় নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/