মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় থানা কার্যালয়ে আয়োজিত এই সভায় মতলব উত্তর উপজেলা সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পুলিশ সাংবাদিক ভাই ভাই। গনমাধ্যমের যেকোনো কাজে যাতে পুলিশ সাংবাদিক ভ্রাতৃত্ব বজায় থাকে। সেদিকে খেয়াল দৃষ্টি রাখতে হবে। মতলব উত্তর আইন শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সাংবাদিকদের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা থাকবে।
ওসি মোঃ রাশেদ মোবারক বলেন, পুলিশ বরাবরই জনগণের বন্ধু। সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে নিয়ে কাজ করব। যেকোনো বিষয় আপনারা তথ্য দিয়ে সহযোগীতা করবেন। আমি এই উপজেলাকে মাদকমুক্ত রাখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমি সবসময় প্রস্তুত আছি।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন এর পরিচালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আলমাছ মিয়া, সাবেক সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক সিপাহি আল-আমীন, অর্থ বিষয়ক সম্পাদক বাবুল মুফতী, উপদেষ্টা সদস্য দেওয়ান সালাউদ্দিন, সাবেক সদস্য সচিব মমিনুল ইসলাম, বর্তমান দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।
ফম/এমএমএ/