
চাঁদপুর: আইন পেশায় ২৫ বছর পূর্তি উদযাপন করেছেন চাঁদপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের স্পেশাল পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু।
এ উপলক্ষে গত রোববার ( ৭ আগস্ট) রাতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২৫ বছর পূর্তির কেক কাটা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সমিতি মিলনায়তনে।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আব্দুল লতিফ শেখ, সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোবারক হোসেন সহ অনান্য আইনজীবীগন।
ফম/এমএমএ/