আইনজীবীর ফেসবুক প্রোফাইল নকল করে মানহানি করছে অনিক

সৌদি প্রবাসী সাগর চন্দ্র দেবনাথ ওরফে অনিক (২৪)। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সদস্য নন্দীতা দেবনাথের ফেক ফেসবুক প্রোফাইল ব্যবহার করে তারই মামাতো ভাই সৌদি প্রবাসী সাগর চন্দ্র দেবনাথ ওরফে অনিক (২৪) নানা ধরনের মানহানিকর পোস্ট দিয়ে যাচ্ছে। এতে করে ওই আইজীবীর সর্বমহলে সামাজিকভাবে হয়ে হচ্ছে এবং মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন।

ভোক্তভুগী আইনজীবী নন্দীতা দেবনাথ ফেসবুক মানহানিকর ও মিথ্যা পোস্টের বিষয়ে চাঁদপুর সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আইনজীবী নন্দীতা দেবনাথ জানান, সাগর চন্দ্র দেবনাথ ওরফে অনিক সম্পর্কে আমার মামাতো ভাই হয়। আমার আরেক মামী পূর্ণিমা রাণী দেবনাথের সাথে পারিবারিকভাবে তাদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে।

এই বিরোধের জেরে আমার মামী পূর্ণিমা রাণী দেবনাথ ২০২৩ সালের ১৬ মে চাঁদপুর আমলী আদালতে (ফরিদগঞ্জ) একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন।

আমি একজন আইনজীবী হিসেবে এই মামলাটি পরিচালনা করে আসছি। যায় ফলে মামলার প্রধান আসামি সৌদি প্রবাসী সাগর চন্দ্র দেবনাথ একটি ফেক ফেসবুক আইডি খুলে আমার ও আমার সিনিয়র আইনজীবীকে জড়িয়ে বিভিন্ন আপত্তিকর ছবি ও নানা ধরনের মিথ্যা কথা পোস্ট দিয়ে যাচ্ছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর কুটুক্তি করে যাচ্ছে। এতে করে আমি ও আমার সিনিয়র আইনজীবী পেশাগত দায়িত্ব পালন এবং সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ায় আসঙ্কায় রয়েছি।

তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমার প্রোফাইল ব্যবহার করে ফেক ফেসবুক আইডির মাধ্যমে ফেসবুকে যেসব মানহানিকর পোস্ট দেয়া হচ্ছে তা নিয়ে কেউ যেনো আমাকে ভুল না বুঝে।

উল্লেখ্য, সম্পত্তিগত মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন-সাগর চন্দ্র দেবনাথ ও তার বাবা বলরাম চন্দ্র দেবনাথ এবং তারা মা তুলসী রাণী দেবনাথ। তাদের বাড়ী ফরিদগঞ্জ উপজেলার কড়ইতলি গ্রামে।
ফম/এমএমএ/

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম