মতলব উত্তর (চাঁদপুর): জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. শামীমুল ইসলাম শামীম।
তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের সুগন্ধি গ্রামের কৃতি সন্তান। এর আগে তিনি মতলব উত্তর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশে জাতীয় যুব সংহতি’র ২২৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
অ্যাড. শামীম ঢাকা জজ কোর্টের একজন সুদক্ষ আইনজীবী। তিনি নিষ্ঠার সাথে বিগত দিন থেকে আইন পেশায় মানুষের সেবায় নিয়োজিত আছেন। এছাড়া ও তিনি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবেও বেশ পরিচিত মুখ। তিনি জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে বেশ জনপ্রিয়। তিনি যুগ্ম আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ার নেতাকর্মীরা তাকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১০ জুন ২০২৩ ইং তারিখে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় যুব সংহতি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জাতীয় যুব সংহতি’র সভাপতি পদে এইচএম শাহরিয়ার আসিফ ও সাধারণ সম্পাদক পদে আহাদ ইউ চৌধুরী শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ফম/এমএমএ/