অ্যাড: এ জেড এম রফিকুল হাসানের বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া

অ্যাড:  এ.জেড.এম রফিকুল হাসান রিপনের  বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাতরত আইনজীবীরা।

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের অ্যাড:  এ .জেড. এম রফিকুল হাসান রিপনের   বাবা মরহুম রুহুল আমিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ‌

বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর  ) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের তৃতীয় তলায়  বাদ জোহর এ মিলাদের আয়োজন করা হয় । দোয়া ও মোনাজাত পরিচালনা করে মাওলানা রফিকুল ইসলাম।

দোয়া ও মোনাজাতে অংশ নেন আইনজীবী সমিতির সভাপতি  অ্যাড:   এ.টি.এম মোস্তফা কামাল ,সাবেক সভাপতি  অ্যাড : জহিরুল ইসলাম, অ্যাড: সেলিম আকবর,  অ্যাড: আহসান হাবীব , অ্যাড: কামাল উদ্দিন আহমেদ, নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি অ্যাড:  সাইয়েদুল ইসলাম বাবু , আইনজীবী অ্যাড:  বাবর বেপারী,অ্যাড: বদরুল আলম চৌধুরী সহ আইনজীবীরা।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম