অ্যাড. আবদুল মতিন পাটওয়ারীর ১৪ তম মৃত্যুবাষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া  

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আবদুল মতিন পাটওয়ারীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
রোববার  (৫ ফ্রেবুয়ারী )  বাদ জোহর চাঁদপুর জেলা আইনজীবী সমিতির মসজিদে মরহুমের পরিবারের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়।  মরহুমের ছেলে সমিতির সদস্য অ্যাডঃ মো: সাইফুল ইসলাম পাটওয়ারী সহ সমিতির বিঞ্জ আইনজীবীগন মিলাদ ও দোয়াতে অংশ নেন।
উল্লেখ মরহুম অ্যাডঃ আবদুল মতিন পাটওয়ারী ২০০৯ ইং সালের ১ লা ফেব্রুয়ারি রাত ১২টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে চাঁদপুর শহরের মুন্সেফপাড়াস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,  ১ ছেলে, ৩ মেয়ে সহ নাতী – নাতনী ও আত্মীয় স্বজন রেখে যান।
ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম