অ্যাডভোকেট হান্নান কাজীর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র দাখিল

অ্যাডভোকেট আব্দুল হান্নান কাজী।

চাঁদপুর:চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী  ইউনিয়ন পরিষদের  সাবেক সফল চেয়ারম্যান মরহুম সহিদ কাজীর সুযোগ্য সন্তান,  সমাজসেবক ও রাজনীতিবিদ অ্যাডভোকেট আব্দুল হান্নান কাজী  আওয়ামী লীগের মনোনয়ন পত্র উত্তোলন  ও জমা দিয়েছেন।

বুধবার (৫ অক্টোবর) ধানমন্ডীর ৩/এ, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনয়ন পত্র  তিনি সংগ্রহ  করে ৬ অক্টোবর জমা দেন।
১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করে তিনি আওয়ামী লীগে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এডঃ হান্নান কাজী  আওয়ামী লীগের র্দুসময়ের কাণ্ডারি, ত্যাগী নেতা কর্মীদের  পছন্দের প্রার্থী।  তাই আসন্ন তরপুরচন্ডী  ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদী।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম