চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ শেখ আবু শেখ মোঃ আবু তাহের মারা গেছেন। ( ইন্নালিল্লাহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর । মরহুমের মৃত্যুর খবরে আদালত চত্বরে শোকের ছায়া নেমে আসে।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সূত্রে জানা যায় , অ্যাডঃ শেখ মোঃ আবু তাহের শহরের ব্যাংক কলোনি এলাকায় সকাল সাড়ে ৮ টায় মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়ে স্ত্রীসহ আত্মীয়-স্বজন রেখে যান ।
সোমবার (১৭ জুলাই) শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন গৌড় গরিবা মসজিদে বাদ জোহর জানাজা শেষে তাকে ফরিদগঞ্জের পাইকপাড়া নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানাযা পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম মোস্তফা কামাল, মরহুমের আত্মীয় এডভোকেট শেখ জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট সেলিম আকবর ।
নামাজে জানাযায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাসার, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন সহ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা অংশ নেন ।
ফম/এমএমএ/