চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ কে এম রাসেল মারা গেছেন ( ইন্না ..রাজেউন ) । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।
রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তিনি শহরের বিষ্ণুদী এলাকায় মারা যান। তার নিজ বাড়ি হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট এলাকার চোরিখালিতে। তার বাবার নাম মৃত আব্দুল জব্বার । তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলামের চেম্বারে সিনিয়রের সাথে প্র্যাকটিস করতেন।
অ্যাডঃ কে এম রাসেলের মৃত্যুর খবর শুনে সাথে সাথেই জেলা আইনজীবী সমিতির সভাপতি , সাধারন সম্পাদক সহ সিনিয়র আইনজীবীরা ছুটে যান তার বাসাতে। তিনি ২০০৬ সালে আইনজীবী হিসেবে অন্তভুক্তি হওয়ার পওে ২০১৫ সালের ৫ জানুয়ারি চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। মৃত্যুও আগ পর্যন্ত তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে আইনজীবীদেও মাঝে শোকের ছায়া নেমে আসে।
ফম/এমএমএ/