চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য, বর্তমান কার্যকরী কমিটির জেনারেল অডিটর ও চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরামকে সংবর্ধনা দিয়েছেন চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী।
রোববার (১৫ অক্টোবর) পঞ্চম দিন সন্ধ্যার অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরামকে সংবর্ধনা দেয় সংগঠনটি। একই সময় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক তুলেদেন অতিথিসহ সংগঠনের সদস্যরা।
সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ১১ দিন ব্যাপী নাট্য অনুষ্ঠান চলছে।
সংগঠনের সভাপতি ও নাট্যকার শরীফ চৌধুরী, চাঁদপুর শহীদ জাবেদ স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, নাট্য উৎসব অনুষ্ঠানের সমন্বয়কারী বিপ্লব সরকার এ সময় উপস্থিত ছিলেন।
ঐদিন রাতে মুন্সীগঞ্জের নাট্যকর্মীদের পরিবেশনায় মঞ্চায়িত হয় “অবচিত”নাটক ।
ফম/এমএমএ/