চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ শেখ মোঃ আবু তাহেরের স্মরণে ফুলকোট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৮ জুলাই ) সকাল ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের উপস্হিতিতে ফুলকোট রেভারেন্স পালন করা হয়।
এসময় জেলা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটশীপের বিচারকসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন অ্যাডঃ জাবির হোসেন ও দোয়া মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ কাজী আব্দুল গফুর।
জেলা জজ আদালতে ফুলকোট রেভারেন্স শেষে আইনজীবী সমিতির মিলনায়তনে মরহুমের স্মরণে শোক সভার আয়োজন করেন আইনজীবী সমিতি। শোকসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপন এর পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য অ্যাডঃ রুহুল আমিন ( ১ ), অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ মোবারক হোসেন অ্যাডঃ দুলাল মিয়া পাটোয়ারী, অ্যাড: জাহাঙ্গীর আলম, অ্যাডঃ লতিফ শেখ, অ্যাডঃ আমানুল্লাহ প্রধান, অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার অ্যাডভোকেট আমানুল্লাহ , এডভোকেট হেদায়েতুল্লাহ অ্যাডভোকেট আবুল কাসেম এডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া অ্যাডভোকেট এম এ হালিম পাটোয়ারী অ্যাডভোকেট ফারহানা রিয়া অ্যাডভোকেট মনিরা চৌধুরী মাইনুল ইসলাম অ্যাডভোকেট মিজানুর রহমান অ্যাডভোকেট এমরান হোসেন এডভোকেট শাহ আলম ফরাজী অ্যাডভোকেট শেখ এডভোকেট শেখ জহির এডভোকেট বাবর বেপারী এডভোকেট সাইদুল ইসলাম বাবু প্রমুখ।
মরহুম অ্যাডঃ শেখ মোঃ আবু তাহেরের বাবার নাম মরহুম মৌলভী আব্দুল লতিফ শেখ। তাদের নিজ বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়ার কাঁশারা এলাকায়। বসবাস করতেন চাঁদপুর শহরের শেরে বাংলা আবাসিক এলাকা ( ব্যাংক কলোনি ) এলাকাতে। তিনি ১৯৫৪ সালের পহেলা জানুয়ারি কাঁশারা নিজ গ্রামে জন্মগ্রহণ করেন । গত ১৭ জুলাই সোমবার সকাল সাড়ে ৮ টায় ব্যাংক কলোনি নিজ বাসায় তিনি মারা যান। ( ইন্না-লিল্লাহ.. রাজিউন )।
তিনি ১৯৫৯ সালে পাইকপাড়া ইউ. জ. উচ্চ বিদ্যালয় হতে মেট্রিক পাস করেন । ১৯৬৯ সালে সেন্ট্রাল ল কলেজ হতে এলএলবি পাস করে বাংলাদেশ বার কাউন্সিলে ১৯৭২ সালের ১৯ শে আগস্ট এন্ডরোলমেন্ট হন। ওই বছরই তিনি কুমিল্লা বারে যোগদান করেন। ১৯৮২ সালের ২৫ এপ্রিল চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং মৃত্যুর দিন পর্যন্ত জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন। তিনি ১৯৭৬ সালে সুপ্রিম কোর্ট বারে যোগদান করেন । ১৯৯৫ সালে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন তার সহধর্মিণীর নাম রাশিদা আক্তার। তিনি ২ কন্যা শেখ আমেনা, মোমেনা মরিয়ম ও একমাত্র ছেলে শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম সহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
ফম/এমএমএ/চৌইই/