অ্যাডঃ কাইয়ুম হোসেন সুমনের বাবার জানাজা ও দাফন সম্পন্ন 

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির সম্পাদক ফরমস অ্যাডঃ  কাইয়ুম হোসেন সুমনের বাবার জানাজা ও  দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার  ( ৪ আগষ্ট )  সকাল ৯ টা ৫০ মিনিটে সুমনের বাবা হাজী সিরাজুল হক মাস্টার মারা যান ( ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন )।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী,  ৬  ছেলে,  ২মেয়ে নাতি-নাতনি, আত্মীয়-স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে যান।

মরহুমের প্রথম জানাজা বাদ আসর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মরহুমের দ্বিতীয় জানাজা তার নিজ বাড়ি হাজিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের খাটরা  জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য  অ্যাড: কাইয়ুম হোসেন সুমনের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন  জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ  এ.টি.এম মোস্তফা কামাল  ও সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল ইসলামসহ কার্যকরী কমিটির নেতারা এবং অন্যান্য আইনজীবীগণ।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম