চাঁদপুর: চাঁদপুর জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযানে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ ইফতারি সামগ্রী তৈরি করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর শহরের বাবুরহাট ও ওয়্যারলেস বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি এবং ইফতারি সামগ্রী তৈরি করায় বাবুরহাট এলাকার কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার মালিককে ১৫ হাজার টাকা, ইসলামিয়া সুইটস মালিককে ৫ হাজার টাকা এবং ওয়ারলেস এলাকার মাহির ফুড প্রডাক্ট মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৩৫হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/