অস্কারে বাংলাদেশের দুই ছবি

আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’-এর পর এবার অস্কারের মনোনয়নের টিকিট মিলল বাংলাদেশের আরেক চলচ্চিত্র ‘গোর’-এর।

নাট্যজন গাজী রাকায়েত নির্মিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ছবি এটি। এর মূল চরিত্রে আছেন তিনিই। আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ এবারের আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষার প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের ছবি হিসেবে প্রতিনিধিত্ব করলেও ‘গোর’ যাচ্ছে সাধারণ ক্যাটাগরিতে।

প্রতি বছরের মতো এবারও ৯৪তম অস্কার আসরের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত চলচ্চিত্র বাছাই কমিটি ‘রেহানা মরিয়ম নূর’ পাঠিয়েছে।

অপরদিকে সম্প্রতি জানা গেল একই আসরের সাধারণ বিভাগে প্রতিযোগিতা করবেন ‘গোর’-ও! ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।

ফম/এমএমএ/

বিনোদন ডেস্ক | ফোকাস মোহনা.কম