অসুস্থ রোগীর আর্থিক সহযোগিতায় ‘মহজমপুর আলোপর পথে’ সংগঠন

হাইমচর (চাঁদপুর): চাঁদপুর হাইমচরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মহজমপুর আলোর পথে’ যুব সমাজ সংগঠনের উদ্যোগে গরীব অসুস্থ রোগীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

মহজমপুর আলোর পথে যুব সমাজ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিপন দেওয়ান, উপদেষ্টা ও ইউপি সদস্য ফারুকুল ইসলাম গাজী, শফিক দেওয়ান, জসিম আখন, কবির দেওয়ান, পরিচালক মোহাম্মদ রুবেল হোসাইন
হানিফ ছৈয়াল সহ সংগঠনের সবার সুপরামর্শে এ আর্থিক সহযোগিতা করেন।

শনিবার (৬ আগস্ট ) সকালে ২ নং উত্তর আলগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কালু শেখের সহধর্মিনীর অসুস্থ অবস্থা দেখে সংগঠনের পক্ষ থেকে রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে।

আর্থিক অনুদান তুলেদেন বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান আখন্দ, শফিক দেওয়ান, পরিচালক মোহাম্মদ রুবেল হোসাইন, মন্টু মিয়া গাজী, হানিফ ছৈয়ালসহ মহজমপুর আলোর পথে যুব সমাজ সংগঠনের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম