চাঁদপুর: চাঁদপুর পৌর কবরস্থানের পাশে অবস্থানরত অসহায়দের মাঝে মোহাম্মদ আলী ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার পরে এসব কম্বল বিতরণ করেন মোহাম্মদ আলী ফ্যামিলি ফাউন্ডেশন এর সভাপতি মো.নুরুল আলম খান পলাশ।
এ সময় চাঁদপুর আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড.বদরুল আলম চৌধুরী, ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল আমিন খান আকাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা করেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ঢাকার বিশিস্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এন এম খান মুরাদ,পরিচালক আমেরিকান প্রবাসী খুরশিদা খানম বেলি।
এর আগে গত ১৯ জানুয়ারি চাঁদপুর প্রেসক্লাবে এই বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সমাজকল্যান মন্ত্রী দীপু মনি।
ফম/এমএমএ/