‘অশোক রায় নন্দী সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন’

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বড় ভাই প্রথিতযশা নাট্য যোদ্ধা, ঢাকা থিয়েটারের সাধারণ সম্পাদক প্রয়াত অশোক রায় নন্দীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে চাঁদপুর ফরাক্কাবাধ ডিগ্রী কলেজের গান্ধীভবনে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজের সভাপতিত্বে সম্মানিত অতিথিদের মধ্যে স্মৃতিচারণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা গাজী রাকায়েত, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল সহ অন্যান্য অতিথিবৃন্দ।

স্মরণ সভায় অতিথিরা স্মৃতিচারণ করে বলেন, অশোক রায় নন্দী সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি সাংস্কৃতিকের জন্যে সবসময় নিজেকে উৎসর্গ করে গেছেন। তাঁর স্মৃতিকে আমাদের মাঝে ধরে রাখতে হলে তাঁর কর্মকান্ডগুলো আমাদের ধরে রাখতে হবে। তাঁর জিবনী নতুন প্রজন্মে জানান দিতে হবে।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম