
চাঁদপুর : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। মহান বিজয় দিবসের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এদেশ ঘুরে দাঁড়িয়েছে। আজকে এদেশকে পিছিয়ে নিতে গভীর ষড়যন্ত্র চলছে। এই অশুভ শক্তির হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসের ঐতিহাসিক দিন। এই বিজয় একদিনে আসেনি। অনেক শহিদের রক্তের বিনিময়ে, অনেকের ত্যাগের বিনিময়ে এই বিজয় এসেছে। জাতির পিতার ডাকে বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলো।
সুজিত রায় বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ এবং গঠনমূলক নির্বাচনের জন্যে সবাইকে কাজ করতে হবে। এই নির্বাচন হবে অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক। যারা এই নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে।
জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, জেলা যুবলীগের আহবায়ক্ব মিজানুর রহমান ভূঁইয়া কালু প্রমূখ।
আলোচনা সভা শেষে সকল শহিদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
ফম/এমএমএ/