অভিযানের পর ৩০০ টাকার কাঁচামরিচ হয়ে গেল ১০০ টাকা

নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজারে কাঁচামরিচ অতিরিক্ত দামে বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ অভিযানের পর ২৫০-৩০০ টাকার কাঁচামরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

সোমবার (৩ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।

সোমবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করে সেলিমুজ্জামান বলেন, ৪টি দোকানে অভিযান চালানো হয়েছে।

এ সময় তাদেরকে আর্থিকভাবেও জরিমানা করা হয়েছে। পরে ব্যবসায়ীরা ১০০ টাকা ধরে কাঁচামরিচ বিক্রি করেছেন। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। ক্রেতারা জানান, অভিযানের আগে ২৫০-৩০০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি করছিলেন। অভিযানের পর তারাই আবার ১০০ টাকা কেজি ধরে কাঁচামরিচ বিক্রি করেছেন। এ সময় কম দামে কাঁচামরিচ কিনতে ক্রেতারাও দোকানগুলোতে ভিড় জমে যায়।

ফম/এমএমএ/

নিউজ ডেস্ক | ফোকাস মোহনা.কম